প্রতিদিনের ডেস্ক
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বর্ষাকালীন ঝড়ের সময় বজ্রপাতে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো অনেকেই। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের পক্ষ থেকে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভয়াবহ ঝড় ও বজ্রপাতের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, অধিকাংশ নিহত কৃষক খোলা আকাশের নিচে কাজ করছিলেন। বিহার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বিজয় কুমার মণ্ডল বার্তা সংস্থা এএফপিকে জানান, ‘যেসব জেলায় বজ্রপাতের আশঙ্কা বেশি, সেখানে স্থানীয় প্রশাসনকে সচেতনতা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, যাতে মানুষ আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে পারেন।’ রাজ্য সরকার মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি (প্রায় ৪ হাজার ৬০০ ডলার) করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, শুধু ২০২৪ সালেই বিহারে বজ্রপাতে অন্তত ২৪৩ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২৭৫।
বিহারসহ ভারতের পূর্বাঞ্চল বর্ষাকালে প্রায় প্রতিবছরই ভয়াবহ বন্যা ও দুর্যোগের মুখোমুখি হয়। এতে বহু মানুষের মৃত্যু হয় এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। সরকারি পর্যায়ে কিছু পদক্ষেপ নেওয়া হলেও, স্থানীয় পর্যায়ে সচেতনতা ও নিরাপদ আশ্রয়ের অভাবে প্রতিবছরই বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ।-সূত্র : এএফপি

