১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

প্রচণ্ড গরমে যশোরে হিট স্ট্রোকে প্রাণ গেল হাসান আকনের

নিজস্ব প্রতিবেদক
প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোরে হাসান আকন (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টা ১৮ মিনিটে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাসান আকন যশোর সদর উপজেলার গ্রামেরটী গ্রামের বাসিন্দা, তিনি জালাল আকনের পুত্র। তার বন্ধু ইউনুস আলী জানান, দুপুরের দিকে প্রচণ্ড গরমে শরীর খারাপ লাগার কথা জানিয়ে হাসান বিরামপুর পশ্চিমপাড়া মসজিদের পাশে জাকিরের দোকানে গিয়ে সুপারের ওপর শুয়ে পড়েন। কিছুক্ষণ পর তিনি এক প্যাকেট ভাজা চান কিনে খান এবং আবার শুয়ে পড়েন। তবে তার অবস্থার অবনতি ঘটলে ইউনুসসহ আশেপাশের কয়েকজন দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জোবাইদা আফসানা জানান, হাসপাতালে আনার আগেই হাসান আকনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হিট স্ট্রোকে মারা গেছেন। চিকিৎসকের ভাষ্যে, অতিরিক্ত গরমের কারণে শরীরের পেশি সংকুচিত হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, হাসানের মৃত্যুতে তেমন লক্ষণই পাওয়া গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়