সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জে
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ীদের নিয়ে কর্মশালায় পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে রূপান্তরের আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সুকুমার দাশ বাচ্চু সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। তিনি বলেন,পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এর পরিবর্তে কাপড় বা চটের ব্যাগ ব্যবহার করলে পরিবেশ যেমন রক্ষা পাবে, তেমনি জনস্বাস্থ্যের ঝুঁকিও কমবে। রূপান্তরের পক্ষ থেকে পলিথিনের বিকল্প যে ব্যাগ আপনাদের দেওয়া হয়েছে আপনারা ক্রেতাদের ফ্রি এই ব্যাগে মালামাল দেবেন এবং বলবেন এই ব্যাগ নিয়ে আবার বাজার করতে আসবেন।আমাদের সবাইকে সচেতন হয়ে পলিথিন বর্জনে এগিয়ে আসতে হবে।এছাড়া বক্তব্য রাখেন ট্রেনার খালিদ নাবিব উপজেলা রূপান্তরের পরিবেশ যুব ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব মারুফ হাসান নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ আবু তাহের প্রমুখ বক্তারা বলেন, ব্যবসায়ীরা যদি ক্রেতাদের বারবার সচেতন করেন ও পলিথিনের পরিবর্তে ব্যাগ ব্যবহার করেন, তাহলে এটি সামাজিক আন্দোলনে রূপ নেবে।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বাজারের ৩০ জন ব্যবসায়ীর হাতে বিকল্প ব্যাগ তুলে দেওয়া হয়। ব্যবসায়ীরা জানান, এ উদ্যোগে তারা ভীষণ খুশি এবং ভবিষ্যতে পলিথিন ব্যবহার বন্ধে সচেষ্ট থাকবেন।

