১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে সড়ক মহাসড়কে লক্কড়-ঝক্কড় বাস-ট্রাক চলাচল বন্ধে বিআরটিএ’র বিশেষ অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক
যশোরে সড়ক-মহাসড়কে লক্কড়-ঝক্কড় বাস-ট্রাক চলাচল বন্ধে বিশেষ অভিযানে নেমেছে বিআরটিএ। কেন্দ্রীয় নির্দেশে আজ রোববার (২০ জুলাই) বিআরটিএ যশোর সার্কেলের উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়-সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযানে ২০ বছরের অধিক পুরানো বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরোনো ট্রাক-কাভার্ডভ্যানসহ অন্যান্য মোটরযান চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। দুপুর ১২টার দিকে যশোর মণিহার এলাকা থেকে অভিযানের সূচনা করা হয়। যশোর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং মালিক ও শ্রমিক ইউনিয়নের সার্বিক সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়েছে। এরপর যশোর নড়াইল রোডে চলাচলকারী বাস ও ট্রাক থামিয়ে কাগজপত্র পর্যবেক্ষণ করা হয়। বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক এ.এস.এম. ওয়াজেদ হোসেন জানিয়েছেন, প্রথম দিন অভিযানে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ ১০টি বাস-ট্রাক বন্ধ করা হয়েছে। মালিক সমিতির উদ্যোগে এটা হয়েছে। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমাতে এই অভিযান নিয়মিত পরিচালিত হবে। অভিযানে অংশ নেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমুর রহমান নাইম, বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক এ.এস.এম. ওয়াজেদ হোসেন, পুলিশ ইন্সপেক্টর মামুনুর রশিদ, মোটরযান পরিদর্শক তারিক হাসান ও অনিমেষ মন্ডল। অভিযানের ফলে সড়কের শৃঙ্খলা ফিরে আসবে এবং যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারবেন এমনটিই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়