প্রতিদিনের ডেস্ক
সম্প্রতি মুক্তি পেয়েছে অভিষেক বচ্চনের ছবি ‘কালীধর লাপাতা’। ছবির প্রচারে গিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে প্রথম পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, বাবার প্রযোজনার কাজে সুইজারল্যান্ডে গিয়েছিলাম রেইকি করতে। সেই সময় ববি দেওলের সঙ্গে একটি ছবির শুটিং করছিল ঐশ্বরিয়া। সেই প্রথম ওর সঙ্গে দেখা আমার। তখন বিদেশ থেকে ফিরে বিদেশি টানে ইংরেজি বলি। ঐশ্বরিয়া আমায় বলেছিল, আমার ভাষাই নাকি ও বুঝতে পারেনি।

