আব্দুর রাজ্জাক রাজন, মহেশপুর
২৪ -২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচি আওতায় ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪জুলাই) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খাদিজা আক্তার। এই সময়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব ইয়াসমিন ফুলতানা। প্রধান অতিথির বক্তব্য ইউএনও খাদিজা আক্তার বলেন,সরকার কৃষিকে অগ্রাধিকার দিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সবসময় সহযোগিতা করে যাচ্ছে। পেঁয়াজ উৎপাদনে আমরা যদি স্বাবলম্বী হতে পারি তাহলে আমদানি নির্ভরতা কমবে এবং কৃষক লাভবান হবেন। তিনি আরো বলেন, প্রণোদনায় এই সার ও বীজ যথাযথভাবে ব্যবহার করে অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখতে হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি গ্রীষ্মকালীন মৌসুমে মহেশপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নতমানের পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে কৃষকদের উদ্যোগে পেঁয়াজ চাষের আধুনিক কলাকৌশল বিষয়ে ধারণা দেওয়া হয় এবং প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এই সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি গণমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে বিনামূল্যে বীজ ও ষাঁড় বিতরণপত্র তুলে দেওয়া হয়।

