১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জের বেদে সম্প্রদায়ের ২০ জন নারীকে নকশি কাঁথা শেলাই প্রশিক্ষণ

সোহেল আহমেদ, কালিগঞ্জ
সমাজে পিছিয়ে পড়া নারীদের মূল স্রোত ধারায় ফিরিয়ে আনতে ঝিনাইদহ কালীগঞ্জের কাশিপুর বেদেপল্লীর ২০ জন নারীকে ২০ দিনের নকশী কাঁথা সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রশিক্ষণের শেষ পর্যায়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম প্রশিক্ষণ শিবির পর্যবেক্ষণে এসে সন্তোষ প্রকাশ করেন। সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে কালীগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে বেদে সম্প্রদায়ের ২০ জন নারীকে ২০ দিন প্রশিক্ষণ শেষে নকশীকাথা সেলাই কাজে উপকরণ ক্রয়ের জন্য প্রত্যেকেরই ২০ হাজার টাকা নগদ প্রদান করা হবে বলে সমাজসেবা অফিসার আমাদের প্রতিনিধি সোহেল আহমেদকে জানিয়েছেন। নির্বাহী অফিসার দিদারুল আলম বলেন সরকার বেদে সম্প্রদায়ের পৈত্রিক কর্ম থেকে দেশের মূল স্রুত ধারা ও দেশ গঠনের কাজে ফিরে আনার জন্য বেদে সম্প্রদায় এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষক ছিলেন শাহিদা ইসলাম।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়