১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

জাপান সফর বাতিল করলো বার্সেলোনা

প্রতিদিনের ডেস্ক
বার্সেলোনা তাদের চলতি জুলাই মাসের এশিয়া সফরের জাপান অংশ বাতিল করেছে। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজকের চুক্তিভঙ্গের কারণে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
এর ফলে আগামী রবিবার ভিসেল কোবের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচটি আর অনুষ্ঠিত হবে না। তবে বার্সা জানিয়েছে, নির্ধারিত কিছু শর্ত পূরণ হলে তারা এখনো দক্ষিণ কোরিয়া সফরে আগ্রহী। স্পেনের চ্যাম্পিয়নরা আগামী ৩১ জুলাই এফসি সিউল এবং ৪ আগস্ট দেগু এফসির বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে দক্ষিণ কোরিয়ায়।ইএসপিএনকে দেওয়া এক সূত্রের তথ্য অনুযায়ী, আয়োজকরা বার্সেলোনাকে যে অর্থ দেওয়ার কথা ছিল, তা পরিশোধ না করাই চুক্তিভঙ্গের মূল কারণ।
এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, প্রচারের দায়িত্বে থাকা আয়োজকের চুক্তিভঙ্গের কারণে আমরা রোববার জাপানে অনুষ্ঠিতব্য ম্যাচে অংশগ্রহণ স্থগিত করতে বাধ্য হয়েছি। তবে দক্ষিণ কোরিয়ায় আমাদের গ্রীষ্মকালীন সফরের সূচিতে পরিবর্তন আনার বিষয়টি আমরা বিবেচনা করছি, যেখানে এফসি সিউল ও দেগু এফসির বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে। আয়োজকের পক্ষ থেকে নির্দিষ্ট শর্ত পূরণ হলে আমরা কোরিয়া সফরে যাব। এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং জাপানের বার্সা ভক্তদের ওপর এর প্রভাব নিয়ে অনুতপ্ত।
এশিয়া সফর শেষ করে বার্সেলোনা ১০ আগস্ট নিজ মাঠ এস্তাদি জোহান ক্রুইফে ইতালির দল কোমোর বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলবে। এরপর ১৬ আগস্ট লা লিগার শিরোপা রক্ষার মিশনে তারা প্রথম ম্যাচে মায়োর্কার মাঠে নামবে। সূত্র: ইএসপিএন

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়