১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

১০০০ বাস-ট্রাক চালক পাবেন স্বাস্থ্য পরীক্ষার সুযোগ

প্রতিদিনের ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পরিবহন সেবায় নিয়োজিত ১০০০ বাস ও ট্রাক চালকের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এ উদ্যোগের মাধ্যমে চালকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে তাদের মাধ্যমে জরুরি পরিবহন সেবা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।
এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আগামী ২৯ ও ৩১ জুলাই রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল এবং তেজগাঁও ট্রাক টার্মিনালে মেডিকেল টিম মোতায়েন করে স্বাস্থ্যপরীক্ষা পরিচালনা করা হবে। ঢাকার তেজগাঁও ও জোয়ার সাহারা ডিপোতেও এ কার্যক্রম চলবে।চালকদের স্বাস্থ্য পরীক্ষায় থাকবে প্রাথমিক স্বাস্থ্য মূল্যায়ন, ডায়াবেটিস, রক্তচাপ, চোখ ও শ্রবণ ক্ষমতা পরীক্ষা, যা রোগ প্রতিরোধে সহায়তা করবে। এ উদ্যোগে স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা সরবরাহেরও কথা জানানো হয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান এ উদ্যোগের মাধ্যমে সেবা চালু রাখতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়