১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইনস্টাগ্রামে মেসেজ শিডিউল করবেন যেভাবে

প্রতিদিনের ডেস্ক:
বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। সব বয়সি ব্যবহারকারী রয়েছে ইনস্টাগ্রামের।ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে অ্যাপটি। এবার ডিরেক্ট মেসেজে একাধিক বদল আনল সংস্থা। এর ফলে চ্যাটিং আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।এখন ইনস্টাগ্রামে মেসেজ শিডিউলও করতে পারবেন। ধরুন, রাতে কাউকে মেসেজ করার কথা। কিন্তু কাজের চাপে ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এখন আর ভাবতে হবে না এই নিয়ে। এবার থেকে ইনস্টাগ্রামে মেসেজ শিডিউল করতে পারবেন আপনিও।দেখে নিন কীভাবে ইনস্টাগ্রামে মেসেজ শিডিউল করবেন-
>> আপনার ফোনে ইনস্টাগ্রাম অ্যাপটি খুলুন।
>> আপনি যে অ্যাকাউন্ট থেকে বার্তাটি নির্ধারণ করতে চান সেই অ্যাকাউন্টে লগইন করুন।
>> আপনার মেসেজের ইনবক্স খুলুন
>> নিউ মেসেজ বোতামে ট্যাপ করে মেসেজ লিখুন।
>> ইনপুট বক্সে আপনি যে টেক্সট মেসেজটি পাঠাতে চান তা টাইপ করুন।>>সেন্ড বোতামটি টিপুন এবং ধরে রাখুন।
>> একটি সময়সূচী মেনু প্রদর্শিত হবে।
>> বার্তাটি পাঠানোর জন্য পছন্দসই তারিখ এবং সময় নির্বাচন করুন।
>> আপনার নির্ধারিত বার্তাটি চূড়ান্ত করতে ফাইনালাইজড অপশনে ট্যাপ করুন।>> একবার নির্ধারিত হয়ে গেলে, আপনি কথোপকথনে একটি বিজ্ঞপ্তি দেখতে পাবেন। এটি নিশ্চিত করে যে বার্তাটি নির্দিষ্ট সময়ে বিতরণের জন্য তালিকায় রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়