নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারের একটি ফার্মেসিতে হৃদয় কুমার দে (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ জুলাই) সকালে চুরামনকাটি বাসস্ট্যান্ড সংলগ্ন ইসমাইল ফার্মেসির পেছনের অংশে লোহার রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত হৃদয় কুমার দে কোতোয়ালি থানার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামের বাসিন্দা। তার পিতা বসুদেব কুমার দে একজন ইজিবাইক চালক। হৃদয় গত কয়েক মাস ধরে ইসমাইল ফার্মেসিতে কর্মরত ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে হৃদয় তার বাবার সঙ্গে ফার্মেসিতে যায় এবং স্বাভাবিকভাবে বিক্রয় কার্যক্রম শুরু করে। পরে তার বাবা গাড়ি নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় চলে যান। কিছুক্ষণ পর গৌরাঙ্গ নামে এক স্থানীয় ব্যক্তি হৃদয়ের অনুপস্থিতি লক্ষ্য করে বিষয়টি তার বাবাকে জানান। বাবা ফিরে এসে দোকানের পেছনে গিয়ে দেখেন, হৃদয় লোহার রডের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে আনা হলেও ততক্ষণে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে স্থানীয়দের একটি অংশ দাবি করেছে, সম্প্রতি হৃদয় অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিল। চুরামনকাটি ও কাশিমপুর এলাকায় কিছু চায়ের দোকানে গোপনে অনলাইন জুয়া খেলার আইডি ভাড়ায় সরবরাহ করা হয় বলেও অভিযোগ উঠেছে। হৃদয়ের বাবা বলেন, সে কিছুদিন ধরে খুব চুপচাপ হয়ে গিয়েছিল। কিছু জিজ্ঞেস করলে কিছু বলত না। ভাবিনি এমন কিছু করে বসবে। যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

