১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

প্রযুক্তি খাতে জুলাইয়ে ছাঁটাই রেকর্ড ২৪,৫৪৫ কর্মী

প্রতিদিনের ডেস্ক
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি ছাঁটাই হয়েছে ২০২৫ সালের জুলাইয়ে। গত মাসে বিশ্বব্যাপী ২৬টি প্রযুক্তি কোম্পানি প্রায় ২৪ হাজার ৫৪৫ জন কর্মীকে চাকরিচ্যুত করেছে।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি ছাঁটাই হয়েছে ২০২৫ সালের জুলাইয়ে। গত মাসে বিশ্বব্যাপী ২৬টি প্রযুক্তি কোম্পানি প্রায় ২৪ হাজার ৫৪৫ জন কর্মীকে চাকরিচ্যুত করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ছাঁটাই করেছে মাইক্রোসফট, ইন্টেলের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।এখন কর্মী ছাঁটাইয়ের জন্য প্রধানত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল ব্যবহারের প্রসারকে দায়ী করা হচ্ছে। তবে প্রতিষ্ঠানগুলোর দাবি, কোম্পানির পুনর্গঠন ও খরচ কমিয়ে আরো সুশৃঙ্খল কর্মীবাহিনী গঠনের লক্ষ্যেই এ পদক্ষেপ।
মাইক্রোসফট গত মাসের শুরুতে জানায়, কোম্পানিটি বৈশ্বিক কর্মীর প্রায় ৪ শতাংশ ছাঁটাই করছে। এর ঠিক দুই সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্যে পাঁচ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় ইন্টেল।মাইক্রোসফটের দাবি, দ্রুত পরিবর্তনশীল বাজারে টিকে থাকতে ও বিভিন্ন বিভাগের কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে। তবে চলতি বছরে এটিই মাইক্রোসফটের প্রথম ছাঁটাই নয়। এর আগেও কর্মী ছাঁটাই করেছে সফটওয়্যার জায়ান্টটি।
চলতি বছরের জানুয়ারিতে কর্মদক্ষতার ভিত্তিতে ১ শতাংশের কম কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় মাইক্রোসফট। মে মাসে ছাঁটাই করা হয় ছয় হাজারের বেশি কর্মী, জুনে আরো ৩০০ জনকে। তবে গত জুলাইয়েই ২০২৩ সালের পর সবচেয়ে বেশি ছাঁটাই হয় মাইক্রোসফটে। ওই সময় প্রতিষ্ঠানটি ১০ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছিল।প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ নির্বাহী ও সাধারণ কর্মীদের মধ্যে যোগাযোগ আরো সরাসরি করতে মাইক্রোসফট মধ্যম স্তরের ব্যবস্থাপক কমিয়ে আনার পরিকল্পনা করছে।
এদিকে এক সময়ের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল এখন বড় ধরনের পুনর্গঠনের পথে হাঁটছে। গত বছরও ১৫ হাজার জনবল ছাঁটাইয়ের ঘোষণা দিয়ে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। নতুন সিইও লিপ-বু ট্যানের নেতৃত্বে কোম্পানিটি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। কোম্পানিসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খরচ কমাতে এবং অতিরিক্ত জনবল ও প্রকল্প সামলাতে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে ইন্টেলের অধিকাংশ ছাঁটাই হয়েছে ক্যালিফোর্নিয়া ও ওরেগন রাজ্যে।কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, সিইও হিসেবে দায়িত্ব নেয়ার পর লিপ-বু ট্যান ইন্টেলের মূল ব্যবসাকে অগ্রাধিকার দিচ্ছেন। এআই-নির্ভর নতুন যুগের কম্পিউটিংয়ের জন্য প্রতিষ্ঠানকে প্রস্তুত করা এর লক্ষ্য।
জুলাইয়ে কর্মী ছাঁটাইয়ের তালিকায় ছিল টেক জায়ান্ট গুগলও। কোম্পানিটি এ সময় মূলত স্মার্ট টিভি বিভাগে (গুগল টিভি ও অ্যান্ড্রয়েড টিভি) কর্মী সংখ্যা কমিয়েছে। বিভাগটির ৩০০ সদস্যের দল থেকে ২৫ শতাংশ জনবল কমিয়ে আনা হয়েছে।ইন্ডিড হায়ারিং ল্যাবের অর্থনীতিবিদ ব্রেনডন বার্নার্ড বলেন, ‘আমরা এখন এমন একটি সময়ে রয়েছি, যেখানে প্রযুক্তি খাতে চাকরির বাজার দুর্বল। প্রযুক্তি খাতে চাকরির বিজ্ঞাপন কমেছে। এমনকি যেসব খাতে এআইয়ের প্রভাব তুলনামূলক কম, সেখানেও একই চিত্র দেখা যাচ্ছে।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়