১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে ইয়াবাসহ এক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক॥
যশোরের চাঁচড়া ফঁাড়ির পুলিশ মোটরসাইকেল চালক সোহেল আরমান খানকে (৩৫) থামিয়ে তল্লাশি করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। সেই সাথে সোহেল আরমানকে আটক এবং মোটরসাইকেল জব্দ করেছে। ফাঁড়ির এসআই তাপস কুমার পাল জানিয়েছেন, গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে চঁাচড়া বেড়বাড়ি গ্রামের রাস্তায় মোটরসাইকেল (খুলনা মেট্টো-হ-১১-০০৩৮) থামিয়ে সোহেল আরমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, সোহেল একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় বিস্ফোরক আইন, বিশেষ ক্ষমতা আইন ও মাদক আইনের ৬টি মামলা আছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়