১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে এক সপ্তার ব্যবধানে ২ গড়াই বাস খাদে-পুকুরে

সোহেল আহমেদ, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে ১ সপ্তাহ ব্যবধানে ২ গড়াই বাস খাদে ও পুকুরে পড়ার ঘটনা ঘটেছে । এতে দুই দফায় ১১ জন আহত হলেও নিহতের কোন ঘটনা ঘটেনি । সর্বশেষ ১৩ আগষ্ট বুধবার দুপুর ১ টার দিকে দ্রুতগামী যাত্রীবাহি গড়াই বাস উপজেলার কেয়াবাগান নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে পুকুরে পড়ে , আস্তে আস্তে পুকুরের মধ্যে উল্টায় যায়।সে সময় অধিকাংশ যাত্রী নামার সুযোগ পেল ও শিশু মহিলা সহ ৬ জন যাত্রী বাসে আটকা পড়ে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের তৎপরতায় ৬ জনকে উদ্ধার করা হয় । উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন । এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এর আগে উপজেলার ৬ আগষ্ট কেয়া বাগান এলাকায় অপর আরেকটি গড়াই বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে । সে দূর্ঘটনায় ৫ জন আহত হয়েছিলেন। স্থানীয় বলছেন গড়াই এবং রুপসা গাড়ির বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে মানুষের জান মাল এর ব্যাপক ক্ষতি হচ্ছে। গড়াই গাড়ির ড্রাইভার আব্দুল লতিফ জানান যে তাদের ১০ মিনিটের চেন। ১০ মিনিট পর পর গলায় গাড়ি ছাড়া হয়। এক মিনিট লেট হলে জরিমানা গুনতে হয়। তাছড়া রাস্তার অবস্থা ভয়ানক খারাপ। মহাসড়কে ইজিবাইক আলম সাধুসহ তিন চাকার গাড়ি চালানো নিষিদ্ধ থাকলেও সমস্ত রাস্তা জুড়ে এ সমস্ত গাড়ি চলাচল করে। উঠতি বয়সের ছেলেরা বেপরোয়া মোটরসাইকেল চালায়। সব সময় হাইও রোড অস্থির থাকে। কালীগঞ্জ ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়