১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে ‘সিরিয়াল কিলার’ নান্নুর সেকেন্ড ইন কমান্ড রেজাউল ইসলামকে নৃশংসভাবে হত্যা

নিজস্ব প্রতিবেদক
যশোরে কুখ্যাত ‘সিরিয়াল কিলার’ মোখলেছুর রহমান নান্নুর ঘনিষ্ঠ সহযোগী ও সেকেন্ড ইন কমান্ড রেজাউল ইসলাম (৫০) দুর্বৃত্তদের হাতে খুন হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে নিজ বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার পথে দৌলতদিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে রেজাউলের ওপর একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে তাঁকে হত্যা করা হয়। নিহতের গলায় চারটি ও শরীরের বিভিন্ন স্থানে মোট ১৩টি কোপের চিহ্ন পাওয়া গেছে। স্থানীয়দের ভাষ্যমতে, রেজাউল দীর্ঘদিন নান্নুর ডান হাত হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। নান্নু ২০১৬ সালে ভারতে পালিয়ে যান এবং ২০১৭ সালের আগস্টে খুন হন। এরপর রেজাউল প্রকাশ্যে আসে এবং খুন, জখম, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি হয়ে ওঠেন। নিহতের ছেলে মেহেদি হাসান জানান, তার বাবা বাড়ির মোড়ের একটি চায়ের দোকান থেকে ফেরার পথে হামলার শিকার হন। স্বজনদের দাবি, দৌলতদিহি গ্রামের ওহাব, আইয়ুব খান, ফরিদ ও বাবলুর ইন্ধনে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। চুড়ামনকাটি সাজিয়ালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, ‘একাধিক মামলার আসামি রেজাউলকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা খুন করেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে।’ যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে। রেজাউলের মৃত্যুতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে গ্রামে নতুন করে সহিংসতার ঝুঁকি তৈরি হতে পারে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়