১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার বোলপুর গ্রামের মৃত মোন্তাজ আলী বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম মিলন এবং চৌগাছার রামভদ্রপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফিরোজ উদ্দিন। মঙ্গলবার সন্ধ্যার পর যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর দক্ষিণপাড়া থেকে তাদের আটক করা হয়। ডিবির এসআই কামাল হোসেন জানান, তাদের কাছে খবর আসে দুই যুবক ওই এলাকায় মাদক বেচাকেনা করছেন। তাৎক্ষণিক তার নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় শহিদুল ইসলাম মিলনের কাছ থেকে ৬০ পিস এবং ফিরোজের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়