উত্তম চক্রবর্তী,রাজগঞ্জ
কৃষিই সমৃদ্ধি এই স্লোগানে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ, পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় সফল কৃষক রবিউল ইসলামের সভাপতিত্বে ও চালুয়াহাটি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এসএম মারুফুল হক এবং ফারহানা ফেরদৌসীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহরিয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য রবিউল ইসলাম, বিল্লাল হোসেন, আবু হাসান, সাইফুল ইসলাম, হারুন আর রশিদ, মহিলা ইউপি সদস্য হালিমা বেগম মাহফুজা বেগম, পারবিনা আক্তার, রাজগঞ্জ প্রেস ক্লাবের প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী, সফল কৃষক আব্দুর রশিদ, আজিজুর রহমান, ডলি রানী হালদার, সুলতান বিশ্বাস, আশরাফুজ্জামান, শফিকুল ইসলাম, মাহাবুর রহমান, আদম আলী সহ কর্মশালায় অন্যান্য কৃষক-কৃষাণী।

