প্রতিদিনের ডেস্ক:
সম্প্রতি টলিনায়িকা শুভশ্রী গাঙ্গুলির কাঁধের উল্কি নিয়ে শুরু হয়েছে আলোচনা। এই উল্কির সঙ্গে দীপিকা পাড়ুকোনের উল্কির মিল খুঁজে পেয়েছেন অনেকে। বেশ কিছু বছর আগের কথা। দীপিকার কাঁধের উল্কি নিয়ে বিপুল আলোচনা হয়েছিল। অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে থাকাকালীন প্রেমিকের নাম নিজের কাঁধে খোদাই করেছিলেন নায়িকা। তারপর যদিও অনেক ঘটনা ঘটে গিয়েছে। সেই উল্কিও এখন আর নেই। নায়িকা এখন রণবীর সিং-এর ঘরনি। সম্প্রতি ‘ধূমকেতু’ ছবির প্রচারে লাল শাড়িতে একেবারে অন্য লুকে দেখা গিয়েছিল শুভশ্রীকে। সিঁথি ভর্তি সিঁদুর আর চুলে খোঁপা করে সেজেছিলেন নায়িকা। ফলে এ দিন শুভশ্রীর কাঁধের উল্কি ফ্রেমবন্দি হয়েছিল খুব স্পষ্টভাবে। সেই ছবি দেখে দর্শকের মনে প্রশ্ন, কি উল্কি করেছেন নায়িকা? সম্প্রতি শুভশ্রীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, প্রায় সাত-আট বছর হয়ে গেল এই ট্যাটুটি করিয়েছেন তিনি। এতদিন বাদে তা দর্শকের নজরে এসেছে জেনে বেশ অবাক শুভশ্রী। তিনি বলেন, ট্যাটুতে লেখা আছে মিসেস চকো। যদিও এই উল্কি ঘিরেও নানা জনের নানা মত। দর্শকের একাংশের দাবি, দীপিকাকে নকল করেই ওরকম উল্কি করিয়েছেন নায়িকা। একজন মন্তব্য করেছেন, সবই কি নকল করতে হবে। যদিও কারও কথার জবাব দিতে রাজি নন শুভশ্রী।

