১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

পাটকেলঘাটায় ফেনসিডিলসহ প্রাইভেটকার আটোক

আলমগীর হোসেন, পাটকেলঘাটা
পাটকেলঘাটা কপোতাক্ষ হোটেলের সামনে থেকে খুলনার র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে গত ১৯ আগোষ্ট রাতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ৫৪৯ বোতল ফেনসিডিলসহ ড্রাইভারকে গ্রেফতার করা হয়। রাত ১২ টার দিকে প্রাইভেটকারটি এবং ড্রাইভার সহ তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল খুলনার RAB এর অফিসে, ওখান থেকে রাত ১ টার দিকে পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়। পাটকেলঘাটা থানায় ২০/০৮/২০২৫ তারিখে একটি নিয়মিত মামলা করা হয় মামলা নাম্বার ৭। ড্রাইভার তুহিন (২৬) এর বাড়ি দেভাটা থানায়। মাদক দ্রব্য ও প্রাইভেটকারটি জব্দ করা হয় এবং তুহিনকে জেলখানায় প্রেরণ করা হয় । চাঙ্গান আলসভিন ঢাকা মেট্র গ ২৪-১৪২৬ লাল কালারের প্রাইভেটকারটি খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়