নিজস্ব প্রতিবেদক
ইউনিসেফে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্র তৈরি করে সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে যশোরে মামলা হয়েছে। এ ঘটনায় শার্শা উপজেলার বুরুজবাগান এলাকার আব্দুর রশিদের ছেলে মো. শামসুজ্জামানকে আসামি করা হয়েছে। বুধবার (২০ আগস্ট) যশোর শহরের বারান্দী মাঠপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে মো. আক্তারুজ্জামান বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রহমত আলীর আদালতে এ মামলা দায়ের করেন। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। মামলার এজাহারে উল্লেখ করা হয়, বাদীর সঙ্গে শহরে চলাফেরার সময় আসামি শামসুজ্জামানের পরিচয় হয়। একপর্যায়ে নিজেকে ইউনিসেফ বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি দাবি করেন, চাইলে চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন। এ প্রলোভনে পড়ে আক্তারুজ্জামানের ভাগ্নি স্বপ্না ইয়াসমিন ও তার স্বামী খাইরুল ইসলাম চাকরির আশায় জামানত বাবদ তিন লাখ এবং অন্যান্য খরচ বাবদ আরও দেড় লাখ টাকা, মোট সাড়ে চার লাখ টাকা প্রদান করেন শামসুজ্জামানের হাতে। পরবর্তীতে চলতি বছরের ২০ এপ্রিল ওই দম্পতির হাতে ইউনিসেফের নিয়োগপত্র তুলে দেন তিনি। কিন্তু তারা ঢাকার ইউনিসেফ অফিসে গিয়ে যোগদান করতে চাইলে কর্তৃপক্ষ জানায়, নিয়োগপত্র ভুয়া। ঘটনা নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগীরা শামসুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রতারণার বিষয়টি স্বীকার করে টাকা ফেরত দেয়ার আশ্বাস দেন। তবে পরে নানা অজুহাতে টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করেন। শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগী দম্পতির মামা আক্তারুজ্জামান।

