১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শরণখোলায় ৬০০ পরিবারের মধ্যে পরিবেশ বান্ধব উন্নত চুলা বিতরণ করল ওয়ার্ল্ড ভিশন

শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলায় ৬০০ পরিবারের মধ্যে পরিবেশ বান্ধব উন্নত চুলা বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। কার্বন নিঃসরণ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে প্রচলিত সনাতন পদ্ধতির চুলার ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব উন্নত চুলার ব্যবহারের মাধ্যমে মানুষের স্বাস্থ্যঝুঁকি কমানোর জন্য ৬০০ পরিবারের মধ্যে উন্নত চুল বিতরণ করা হয়। পরিবেশ বান্ধব গ্রাম গঠনের লক্ষে শরণখোলা উপজেলার ৪ ইউনিয়নের নির্বাচিত ৬০০টি পরিবারের মাঝে পরিবেশবান্ধব উন্নত চুল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আইনুল হক ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শরণখোলা উপজেলার এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ক্যারল সুশ্রী ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মানিক হালদার সহ গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরা। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শরণখোলা উপজেলায় দুর্দশাগ্রস্থ ও অসহায় পরিবারের জীবনমান পরিবর্তনের জন্য সরকারের সহযোগী হিসেবে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়