নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার সাড়াপোল রুপদিয়া গ্রামের আব্দুল খালেক (৪০) ও ওয়াদুদ নামে দুই ভাইয়ের জমি বেদখলে নেয়ার অভিযোগ উঠেছে। ভাড়া দেয়ার কথা বলে উল্টো এখন জমি দখলে নিয়েছেন দুই ব্যক্তি। এরা হলেন, আফসার আলীর ছেলে জালাল উদ্দিন (৪০) এবং লোকমানের ছেলে শহিদুল ইসলাম (৪৫)।
আব্দুল খালেক অভিযোগ করেছেন, তার ও তার ভাই ওয়াদুরের রুপদিয়া বাজারে দশমিক ৫০ শতক জমি রয়েছে। ওই জমিতে নিজ খরচে পাকা দোকান করে নেয়ার প্রস্তাব দিলে জালাল উদ্দিনের প্রস্তাবে তিনি রাজি হন। ২০২০ সালের ১০ মে একটি স্ট্যাম্পে লিখিত হয় এবং ১০ বছরের জন্য জমি ভাড়া নেন জালাল। জালাল ওই জমিতে ৫০ হাজার টাকা খরচ করে দোকান তৈরী করেন। এছাড়া জামানত হিসাবে আরো ৪০ হাজার টাকা দেন। পরবর্তীতে দুই ভাইয়ের নগদ টাকার প্রয়োজন হলে জমি বিক্রি সিদ্ধান্ত নেন। জালাল ওই জমি কেনার আগ্রহ দেখান। সে জন্য বায়না হিসাবে ২০ হাজার টাকা দেন জালাল এবং তিনি আগ্রীম ব্যাংকের চেকের দুটি পাতা নিয়ে রাখেন। পরবর্তীতে জমি নিতে না পারায় তিনি ও তার ভাই সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে জমি বিক্রি করেন দেন। এতে ক্ষুব্ধ হয়ে হয়রানী মূলক ভাবে দুই ভাইয়ের নামে মামলা করেন। ওই মামলায় তারা কারাগারে যান এবং জেল থেকে বের হয়ে তারা দুই ভাই ১ লাখ ৯০ হাজার টাকা পরিশোধ করে দেন। চেকের পাতা ফেরৎ দিলেও স্ট্যাস্প ফেরৎ দেয়নি। আদালতে আছে বলে ঘুরাতে থাকে। কিন্তু দোকান ঘর দখল করে রেখেছে। গত ১৮ আগস্ট তারা দুই ভাই দোকান ছেড়ে দিতে বললে তাদের নানা ভাবে হুমকি দেয় ওই দুইজন। ফলে তিনি ও তার ভাই এখন নিরাপত্তহীনতাই ভুগছেন। এই ঘটনায় তিনি কোতয়ালি থানায় লিখিত অভিযোগ করেছেন।

