প্রতিদিনের ডেস্ক:
ধারাবাহিকভাবে গত এক যুগে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন বাঁধন সরকার পূজা। নতুন গানের পাশাপাশি স্টেজ শো নিয়েও ব্যস্ত থেকেছেন। অডিও’র বাইরে বেশ কিছু সিনেমার গানও গেয়েছেন। কণ্ঠ দিয়েছেন নাটকের গানে। বর্তমানে এ গায়িকা কাজ কমিয়ে দিয়েছেন। মনের মতো গান না হলে সে কাজ করছেন না। স্টেজ ও টিভি অনুষ্ঠান নিয়ে চলছে তার ব্যস্ততা। সম্প্রতি নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। দ্বৈত এ গানে তার সহশিল্পী মোহাম্মদ মিলন। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। পূজা বলেন, আমার আর মিলনের একাধিক গান এর আগেও শ্রোতারা পছন্দ করেছেন। তারই ধারাবাহিকতায় এ গানটি করা। বেশ সুন্দর কথা-সুরের গান। আমার বিশ্বাস, ভালো লাগবে শ্রোতাদের। এদিকে পূজা জানান, কয়েকটি নতুন গান তৈরি হয়ে আছে তার। এর মধ্যে একক গানও রয়েছে, থাকছে দ্বৈত গান। এ গানগুলো নির্দিষ্ট সময় পর পর এ বছরই নিজের চ্যানেলে ভিডিওসহ প্রকাশের ইচ্ছা আছে তার। আবার কয়েকটি গান রয়েছে অন্য কোম্পানির জন্য। আশা করছি, গানগুলো প্রকাশ হলে ভালো লাগবে সবার।

