মিঠুন দত্ত, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলায় চিকিৎসকের ভুলে গর্ভের শিশুসহ সাবিনা ইয়াসমিন (২৭) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে নওয়াপাড়া পৌরসভার সরকারি হাসপাতাল সংলগ্ন রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। নিহত সাবিনা ইয়াসমিন উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামের তৈয়েবুর মোল্লার ছেলে মোঃ হাবিবুর রহমান মোল্লার সাবিনা ইয়াসমিন স্ত্রী। নিহতের স্বজন ও স্বামী মোঃ হাবিবুর জানান, সাবিনার মঙ্গলবার রাত ১০টার সময় পানি ভাঙতে শুরু হয়। পরে এক পরিচিত লোকের মাধ্যমে রিজিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে গেলে ডাঃ মোঃ আইয়ুব আলী বেশ কিছু রিপোর্ট করান। পরে তার পিয়ন মোঃ আল-আমিন কয়েকটি ওষুধ লিখে দিয়ে বলেন তাড়াতাড়ি ওষুধগুলো নিয়ে আসতে। পরে ওষুধগুলো এনে সাবিনাকে দেওয়ার সাথে সাথে তার খিচুনি ওঠে। কিছুক্ষণ পরে ডাক্তার আইয়ুব আলী জানায় খিচুনির কারণে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। পরে রাত পৌনে বারোটার দিকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবার সূত্রে আরো জানা যায়, বুধবার সকালে স্থানীয় কিছু নেতা ও ডা: আইয়ুব আলী আমাদের বাড়িতে সাবিনার জানাযায় আসেন। ডা: আইয়ুব আলী আমাদেরকে এ বিষয় নিয়ে কিছু না করার কথা বলেন। তিনি বলেন, আমরা বসে একটা মীমাংসা করে নেব। এ বিষয়ে রিজিয়া মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ মোঃ আইয়ুব আলীর হাসপাতালে গিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি দেখা করেননি। এছাড়াও তার মুঠোফোন একাধিকবার ফোন করলেও তিনি কোনো উত্তর দেননি। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আলিমুর রাজিব জানান, এ বিষয়ে লোকমুখে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

