প্রতিদিনের ডেস্ক
নৌকার ওপর দাঁড়িয়ে প্রাণভরে নাচছে এক খুদে বালক। পরনে ঐতিহ্যবাহী পোশাক, চোখে রোদচশমা, মাথায় কালো টুপি—আর তার ছন্দে তাল মিলিয়ে যেন নাচে গোটা নৌকাটাই। এই দৃশ্যই এখন ইন্টারনেট দুনিয়ার নতুন উন্মাদনা। ইন্দোনেশিয়ার রায়ান অর্কন দিখা নামের পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী নিজের এক নিঃসঙ্কোচ পারফরম্যান্স দিয়ে শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, পৌঁছে গেছে আন্তর্জাতিক আলোচনায়। এমনকি তার নাচ নকল করে জয় উদযাপন করেছে ফ্রান্সের নামী ফুটবল ক্লাব পিএসজি ও ফর্মুলা ওয়ান রেসাররাও। সম্প্রতি বিবিসি ইন্দোনেশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রায়ান জানায়, ‘নাচটা একদম হঠাৎ করে মাথায় এসেছিল। কারও কাছ থেকে শেখা নয়—একদম নিজের তৈরি। সেটাই ভাইরাল হয়ে গেছে ভাবতেও পারিনি।’ জাতীয় পর্যায়ের ‘পাকু জালুর’ নৌকা বাইচে প্রথমবার অংশ নেয় রায়ান। সে ছিল দলের ‘তোগাক লোয়ান’—নৌকার সামনের প্রান্তে দাঁড়িয়ে সবাইকে চাঙ্গা রাখার দায়িত্ব যার। আর সেই দায়িত্ব পালন করতে গিয়েই সৃষ্টি করে ফেলে এক অপ্রত্যাশিত মুহূর্ত, যেটি এখন সারা দুনিয়ার আনন্দের খোরাক। তার পরনে ছিল ‘তেলুক বেলাঙ্গা’ ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী পোশাক। আর নৌকাটি চালাচ্ছিল মোট ১১ জন। ভাইরাল ভিডিওটি ছড়িয়ে পড়তেই ছুটে আসে জনপ্রিয়তা। রাজধানী জাকার্তায় নিয়ে যান ইন্দোনেশিয়ার পর্যটনমন্ত্রী, বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা রায়ানের সঙ্গে কাজের আগ্রহ দেখায়। রায়ানের মা জানান, ‘আমি গর্বিত, কিন্তু মাঝেমধ্যে ভয়ও লাগে—যদি নৌকা থেকে পড়ে যায়। তবে আমার ছেলে খুব ভালো সাঁতার জানে, আর নিরাপত্তার ব্যবস্থাও থাকে।’ছোট বয়সেই যে বালক এইভাবে বিশ্ববাসীর হৃদয় জয় করেছে, তার স্বপ্ন আরও বড়। এখন সে শুধু নৌকার ওপর নয়—জীবনের মঞ্চেও পারফর্ম করতে চায়।

