নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি চোরাই মোটরসাইকেলসহ এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে যশোর শহরের মুড়লী মোড় এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। আটক যুবকের নাম আব্দুল্লাহ বিন জিহাদ। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা হলেও যশোরের বাঘারপাড়া থানার ঘোপ দুর্গাপুর বন্দবিলা এলাকায় বসবাস করতেন। পুলিশ জানায়, মোটরসাইকেলের মালিক সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা গ্রামের বাসিন্দা ফারুক হোসেন। তিনি কেশবপুরের ওয়াল্টন প্লাজার সেলস অফিসার হিসেবে কর্মরত। গত ২৫ আগস্ট দুপুরে নামাজ আদায় করার জন্য বাশবাড়িয়া পূর্বপাড়া জামে মসজিদের পাশে তালাবদ্ধ অবস্থায় মোটরসাইকেল রেখে গেলে চোরচক্র সেটি চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আধুনিক প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ ২৮ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে জিহাদকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তি অনুযায়ী মুড়লী মোড়স্থ মেসার্স আল হেলাল মোটরসের সামনে থেকে একটি ডিসকভার ১১০ সিসি কালো রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মোটরসাইকেল মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আটককৃত আব্দুল্লাহ বিন জিহাদকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

