১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে ৭ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ, অভিযুক্ত চট্টগ্রাম থেকে আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরের আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া গ্রামের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে বিল্লাল নামের একজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পাহাড়তলি থানা এলাকা থেকে তাকে আটক করেছেন কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম। আটক বিল্লাল কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার বাগরাইট গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তিনি যশোর বিমান বাহিনী জোনে মালী পদে চাকরি করতেন ও আরবপুর বালিয়া ভেকুটিয়া গ্রামে স্ত্রী নিয়ে বসবাস করতেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল সকাল ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে বিল্লাল তাকে ফুসলিয়ে ইজিবাইকে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ভুক্তভোগীর পরিবার দীর্ঘ খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে থানায় মামলা দায়ের করেন শিক্ষার্থীর বাবা। মামলায় উল্লেখ করেন বিল্লাল মাঝে মধ্যে তাদের বাড়িতে যেতেন। গত ৮ এপ্রিল তার মেয়ে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারেন বিল্লাল তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। ১১ এপ্রিল তিনি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম বলেন, মূলত ওই কিশোরীকে আটকে রাখে বিল্লাল। এরপর তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই কিশোরীর গর্ভে সন্তান আসে। সম্প্রতি তা ভূমিষ্ঠ হয়। ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। আটকের পর শুক্রবার বিল্লালকে আদালতে সোপর্দ করা হলে তিনি এ ঘটনার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। অন্যদিকে, আদালতে নবজাতক ও বিল্লালের ডিএনএ পরীক্ষার জন্য আবেদন জানানো হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়