১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

একটি ডিমের দাম ৩০ হাজার টাকা!

প্রতিদিনের ডেস্ক
৩০ হাজার টাকায় একটি ডিম কিনছেন, এমনটি কেউ কখনো স্বপ্নেও ভাবেন না। কিন্তু জেনে অবাক হবেন এমনটিই ঘটেছে বাস্তবে। ২০০ পাউন্ড বা ৩০ হাজার টাকায় বিকিয়েছে আকারে পুরোপুরি গোলাকার একটি ডিম। একেবারে গোল আকৃতির ডিম শুধু দুর্লভ নয়, বলা চলে অতি দুর্লভ। এক ব্যক্তি মদ্যপানের পর হুট করে বেশ চড়া দামে কিনে ফেলেছিলেন এটি। সেটি শেষ পর্যন্ত নিলামে বিক্রি হয়েছে ২০০ পাউন্ডে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকার সমান। খবর দ্য ইকোনোমিক টাইমসের। যুক্তরাজ্যের বার্কশায়ারের ল্যামবর্নের বাসিন্দা এড পাওনেল, মজার এই ডিমটির জন্য ১৫০ পাউন্ড খরচ করেছিলেন। পরে ডিমটি দান করে দেন ইউভেন্টাস ফাউন্ডেশন নামের একটি জনসেবামূলক সংস্থায়। তারা অক্সফোর্ডশায়ারের যুবকদের মানসিক স্বাস্থ্যসহ নানা বিষয়ে সহায়তা করে। প্রথমে সংস্থাটি এই ডিম প্রাপ্তিকে একটি কৌতুক হিসেবে ধরে নেয়। পরে তারা একে নিলামে তুলে দেয়। ইউভেন্টাস ফাউন্ডেশনের প্রতিনিধি রজ র‍্যাপ বলেন, ডিমটি বিক্রি হওয়াতে আমরা খুবই আনন্দিত। কারণ এর মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারব। র‍্যাপ জানান, ডিমটি ছাড়াও নিলামের আরো কিছু জিনিস তোলা হয়। যার মাধ্যমে মোট পাঁচ হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করা হয়েছে। এই গোলাকার ডিমটির আবিষ্কারক ছিলেন স্কটল্যান্ডের আয়ার শহরের এক নারী। যিনি এটি স্থানীয় সুপারমার্কেটের একটি বক্সে খুঁজে পান। এড পাওনেল ডিমটি কেনার অভিজ্ঞতা নিয়ে বলেন, এটাটা সত্যিই ভালো কাজে খরচ করা টাকা। থমসন রডিক ক্যালান অকশন হাউসে’র কর্মী ডেভিড মিলার বলেন, গোল আকৃতির ডিমের মতো ঘটনা ‘১০০ কোটির মধ্যে একবার’ ঘটে। র‍্যাপ আরো বলেন, এই টাকা দিয়ে আমরা ১৩-২৫ বছর বয়সী কিশোর-তরুণদের মানসিক স্বাস্থ্য উদ্ধারে সহায়তায় সাহায্য করব। সহায়তা প্রয়োজন এমন আরো তরুণ-তরুণীর কাছে পৌঁছানো সম্ভব হবে এর মাধ্যমে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়