২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম

প্রতিদিনের ডেস্ক
বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো ঘোষণা করেছেন, চলতি মাসের শেষ দিকে জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম।মঙ্গলবার ভোরে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফরমে প্রেভো লিখেছেন, ‘ফিলিস্তিনকে জাতিসংঘ অধিবেশনে বেলজিয়াম স্বীকৃতি দেবে! এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’তিনি জানান, ইসরায়েলের বিরুদ্ধে বেলজিয়াম ১২টি নিষেধাজ্ঞা আরোপ করবে। এর মধ্যে রয়েছে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্যের আমদানি নিষিদ্ধ করা এবং ইসরায়েলি কম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতিমালার পুনর্মূল্যায়ন।
প্রেভো, যিনি বেলজিয়ামের মধ্যপন্থী খ্রিস্টান ডেমোক্র্যাট পার্টির সদস্য এবং দেশটির উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করছেন। তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই অঙ্গীকার এসেছে ফিলিস্তিনে, বিশেষত গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে।এ ছাড়া তিনি আরো জানান, বন্দিদের মুক্তি এবং ফিলিস্তিন পরিচালনায় হামাসের আর কোনো ভূমিকা না থাকা শর্ত পূরণের পরেই স্বীকৃতি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়