১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কাজের গতি বাড়াতে অ্যামাজনের নতুন উদ্যোগ ‘কুইক স্যুট’

প্রতিদিনের ডেস্ক
অ্যামাজন এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একটি নতুন ওয়ার্কস্পেস সফটওয়্যার ‘কুইক স্যুট’ দিয়ে এআই এজেন্ট বাজারে প্রবেশ করতে যাচ্ছে। এই সফটওয়্যার মূলত বিভিন্ন ব্যবসায়িক কাজে ইনসাইট, রিসার্চ ও অটোমেশন সুবিধা দিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।বিজনেস ইনসাইডারের হাতে পাওয়া অ্যামাজনের অভ্যন্তরীণ নথি অনুযায়ী, বর্তমানে কুইক স্যুট একটি প্রাইভেট প্রিভিউ পর্যায়ে রয়েছে এবং এটি ৫০টিরও বেশি কোম্পানির সঙ্গে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। আমাজন নিজেও এর অভ্যন্তরীণ বিটা পরীক্ষার জন্য কিছু ব্যবহারকারীকে আমন্ত্রণ জানিয়েছে।
কী আছে কুইক স্যুটে? এটি এডব্লিউএস-এর বিদ্যমান টুল যেমন কুইকসাইট (ডেটা বিশ্লেষণ) ও কিউ বিজনেস (এআই চ্যাটবট) এর সাথে কাজ করবে। নতুন ফিচার হিসেবে থাকবে কুইক ফ্লোস, যেখানে ব্যবহারকারীরা সাধারণ ভাষায় নির্দেশ দিয়ে কাজ স্বয়ংক্রিয় করতে পারবেন। এ ছাড়া থাকবে গভীর গবেষণা এজেন্ট, যা বিভিন্ন উৎস থেকে তথ্য নিয়ে বিশ্লেষণমূলক রিপোর্ট তৈরি করতে পারবে। ব্যবহারকারীরা নিজের মতো করে কাস্টম এআই এজেন্ট তৈরি ও শেয়ারও করতে পারবেন।এক বিবৃতিতে অ্যামাজনের একজন মুখপাত্র বলেন, অনেক বড় প্রতিষ্ঠান ইতিমধ্যেই অ্যামাজনের এআই পণ্য ব্যবহার করছে। তারা আশা করছে ভবিষ্যতে ৪০% এর বেশি ব্যবসায়িক ব্যবহারকারী এআই-চালিত কর্মপরিবেশ গ্রহণ করবে এবং অ্যামাজন সেই বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে প্রস্তুত।বিটা ব্যবহারকারীরা বেশ কিছু দিক যেমন সহজ সেটআপ, স্বচ্ছ ডিজাইন, জিরা এর মতো টুলের সাথে সংযুক্তির সুবিধাকে ইতিবাচকভাবে দেখছেন। তবে কিছু ব্যবহারকারী ক্লাউড নেটওয়ার্কিং ও ডেটা পারমিশনের কঠোরতা নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন।
এই উদ্যোগ অ্যামাজনকে গুগল, মাইক্রোসফট, ওপেনএআই, সেলসফোর্সের মতো প্রতিষ্ঠানের সরাসরি প্রতিদ্বন্দ্বী করে তুলছে। সফটওয়্যারের বাজারে এটি অ্যামাজনের একটি বড় পদক্ষেপ, যেখানে তাদের আগে তেমন প্রভাব ছিল না।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়