আনিছুর রহমান, বেনাপোল
শার্শার সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তের গোগা বিজিবি ক্যাম্পের টহল দল ৩৪ বোতল ফেনসিডিল সহ একটি মোটর সাইকেল এবং অগ্রভুলোট বিজিবির অভিযানে ৩৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলের চালানসহ একটি মোটরসাইকেল আটক করা হয়। এবং অগ্রভুলোট সীমান্ত থেকে বিজিবি ৩৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য দুই লাখ পাঁচ হাজার টাকা বলে জানানো হয়েছে। বিজিবি খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিজিবি শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। মাদকের করাল গ্রাস থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রা করতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আটককৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করা হবে।

