১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা চন্ডিপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিমন হোসেন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিমন ওই গ্রামের মৎস্যচাষী আজিজুর রহমান সানার ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, এদিন সকালে রিমন বাড়ি থেকে বের হয়ে ঘেরে পানি তোলার মোটরের লাইন ঠিক করতে যায়। দের হওয়ায় তাকে খুঁজতে খুঁজতে ঘেরে পৌঁছালে রিমনকে বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে থাকতে দেখেন। বিদ্যুৎস্পৃস্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এলাকাবাসী বলেন, ঘেরের মোটরের বৈদ্যুতিক লাইনে ত্রুটি হওয়ায় সেটি মেরামতের সময় অসাবধানতাবশত বিদ্যুতের স্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। রিমন পড়াশোনার পাশাপাশি বাবার ঘেরের কাজে নিয়মিত সহযোগিতা করত।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়