১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

খুলনা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে ইমরান হোসেন মানিক (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। রূপসা থানার ডিউটি অফিসার জনি আহমেদ বলেন, রাতে মানিক একটি ভ্যানযোগে ইলাপুরের দিকে যাচ্ছিলেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি মাথায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এসে তার মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি খালি গুলির খোসা উদ্ধার করে। পরে মরদেহ উদ্ধার করে সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়