১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কোহলিকে ৫০ বছর পর্যন্ত ক্রিকেটে দেখতে চান তালেবান নেতা

প্রতিদিনের ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরেই সংক্ষিপ্ত সংস্করণ থেকে বিদায় নেন ভারতের দুই কিংবদন্তি রোহিত শর্মা-বিরাট কোহলি। টেস্ট ও ওয়ানডেতে মনোযোগ দিতেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। কিন্তু হঠাৎ করেই গত মে মাসে টেস্টকে বিদায় জানান দুজনই। রোহিতের বয়স ৩৮ হওয়ায় অনেকে তার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেননি। কেননা দীর্ঘ সংস্করণে তার পারফরম্যান্সও ভালো যাচ্ছিল না। কিন্তু তার বিদায় বলার এক সপ্তাহ পার না হতেই কোহলি সাদা পোশাক তুলে রাখার ঘোষণা দেওয়ায় বিস্মিত হন। ক্রিকেটের আদি সংস্করণকে দেওয়ার যথেষ্ট সময় ছিল বলে দেশ-বিদেশের সাবেক ক্রিকেটাররাসহ বিশ্লেষকরা জানান। আর ভক্ত-সমর্থকরা তো তাকে দেখার মতো মুখিয়েই ছিলেন। ভারতীয়রা তো অবশ্যই সারাবিশ্বের সমর্থকরা মুখিয়ে ছিলেন। তেমনি একজন বিশেষ ভক্ত হচ্ছেন ইসলামিক এমিরেটস অব আফগানিস্তানের নেতা আনাস হাক্কানি। এত তাড়াতাড়ি টেস্ট থেকে কোহলির অবসর নেওয়াটা মেনে নিতে পারছেন না তিনি। ‘রান মেশিন’ খ্যাত ব্যাটারকে ৫০ বছর পর্যন্ত ক্রিকেটে দেখতে চান বলে সম্প্রতি ভারতীয় ইউটিউবার শুভংকর মিশ্রাকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তালেবান নেতা। কোহলির খেলা তালেবানরা ভীষণ পছন্দ করতেন বলে জানান আনাস। হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানির ছেলে বলেছেন, ‘রোহিতের অবসর নেওয়াটা ঠিক আছে। কিন্তু আমি জানি না কি কারণে কোহলি (টেস্ট) অবসর নিলেন। খুব কম লোকই পৃথিবীতে আসেন যারা বিশেষ কিছু করতে পারেন।’ ওয়ানডে অবশ্য চালিয়ে যাবেন বলে জানিয়েছেন কোহলি। বিশেষ করে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তবে তালেবান নেতা আনাস চান ৫০ বছর পর্যন্ত কোহলি মাঠ মাতিয়ে রাখুক। তিনি বলেছেন, ‘আমি চাই সে পঞ্চাশ বছর পর্যন্ত খেলুক। সে জন্য অবসর না নেয়। ফিটনেস ধরে রাখে। আপনাদের মিডিয়ার ওপর সে বিরক্ত ছিল। মিডিয়ার কিছুটা দায় রয়েছে। তার হাতে যথেষ্ট সময় ছিল। শচীন টেন্ডুলকারের (টেস্ট রান) রেকর্ড স্পর্শ করার কাছাকাছি ছিল।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়