১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতের মতবিনিয় সভাকালিগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতের মতবিনিয় সভা

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
জামায়াত সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেছেন, আগামী নির্বাচনে সৎ যোগ্য নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি কে নির্বাচিত করতে হবে, সকল বৈষম্য দূর করে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সুশাসন প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসছে হবে। তিনি বলেন সনাতনীরা আমাদের দেশের নাগরিক তাদেরকে অধিকার বঞ্চিত করা হলে আমরা পাশে থাকবো সম্প্রীতি ও সহাবস্থানের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি শনিবার ১৩ সেপ্টেম্বর বিকাল ৫টায় বাজার গ্রাম ঋষিপাড়ায় কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড জামায়েত ইসলামের আয়োজনে সম্প্রীতির ও সহাবস্থানের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সনাতন ধর্মালম্বীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জামায়েত ইসলামি কুশুলিয়া ইউনিয়ন শাখার এক নম্বর ওয়ার্ডের সভাপতি নূর আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন টিম সদস্য মাসুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, অধ্যাপক মোসলেম উদ্দিন, আফতাব উদ্দিন, আব্দুর রশিদ আলী, আব্দুল জলিল, সিরাজুল ইসলাম, শেখ এবাদুল ইসলাম, ইমাম রবিউল ইসলাম, বিপ্লব অধিকারী, অঞ্জলি দাস, সুভাষ দাস প্রমূখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়