১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোর জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
রোববার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। সভায় আগস্ট মাসের আইনশৃঙ্খলা কমিটির কার্যবিবরণী উপস্থাপন করা হয়। আলোচনায় বিগত মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে ধর্ষণ, শিশু নির্যাতন ও সড়ক দুর্ঘটনা বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করা হয়। এ সময় যানজট নিরসনে অবৈধ দখল উচ্ছেদ অভিযান, কিশোর গ্যাং এর বিরুদ্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ, মজুদদার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান এবং ছিনতাইকারীদের দমনে কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় চিকিৎসা সেবা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, হত্যা ও ধর্ষণ মামলা মোকাবিলা, টিসিবি ও ভিজিএফ কার্ড বিতরণে সতর্কতা, এনজিওর কার্যক্রম পর্যবেক্ষণ, অপমৃত্যু রোধ, মোবাইল কোর্ট পরিচালনা, সড়কে যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের পাশাপাশি রাজনৈতিক দল বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, চেম্বার অফ কমার্স, প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা বিএনপির সভাপতি সারেবুল হক সাবু, জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাপ রসুল, প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টোকন, পৌরসভার প্রশাসক উপপরিচালক রফিকুল ইসলাম এবং এনএসআইয়ের যুগ্মপরিচালক আবু তাহের মোহাম্মদ পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়