১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে ডিবির অভিযানে ৩২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের বিশেষ অভিযানে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ডিবির এসআই (নিঃ) বাবলা দাস, এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন ও এএসআই (নিঃ) মোঃ আলী মিয়ার নেতৃত্বে গঠিত চৌকস টিম এ অভিযানে অংশ নেয়। এসময় মোঃ বাবলু রহমান (৪৪) এর ট্রাউজারের পকেট থেকে ১৭০ পিস ইয়াবা এবং মোঃ তরিকুল ইসলাম (৪৪) এর কালো প্যান্টের পকেট থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৩২০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তরিকুল ইসলামের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় এর আগে চারটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় এসআই (নিঃ) বাবলা দাস বাদী হয়ে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আটককৃতরা হচ্ছে, চাচড়া চেকপোস্ট মোঃ বাবলু রহমান (৪৪), কাগমারী, বেনাপোল এলাকার মোঃ তরিকুল ইসলাম (৪৪)।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়