১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

রেস্তোরাঁয় স্যুপের পাত্রে প্রস্রাব করায় ৩ লাখ ডলার জরিমানা

প্রতিদিনের ডেস্ক
চীনের একটি হটপট রেস্তোরাঁয় স্যুপের পাত্রে প্রস্রাব করার অপরাধে দুই কিশোরকে ২২ লাখ ইউয়ান জরিমানা (প্রায় ৩ লাখ ৯ হাজার ডলার) করা হয়েছে। দেশটির বৃহত্তম হটপট চেইন রেস্তোরাঁ ‘হাইদিলাও’-এর শাংহাইয়ের এক শাখায় ওই দুই কিশোর এই কাণ্ড ঘটায়। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, দূষিত সুপ কেউ খায়নি। তবুও হাইদিলাও ওই সময়ে রেস্তোরাঁয় খেতে আসা হাজার হাজার গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেয়। গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে গিয়ে তাদের প্রায় ২.৩ কোটি ইউয়ান ক্ষতি হয়েছে। ৪ হাজারের বেশি গ্রাহককে বিল ফেরত দেওয়ার পাশাপাশি বিলের ১০ গুণ অর্থ ফেরত দেয়। এ ছাড়া, তারা হটপটের সব সরঞ্জাম বদলে ফেলে এবং রেস্তোরাঁয় পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ কার্যক্রম চালায়। গত শুক্রবার শাংহাইয়ের একটি আদালত এই রায় দেন। ওই দুই কিশোর অপমানজনক আচরণ করে রেস্তোরাঁর সম্পত্তি ও সুনামে আঘাত করেছে। তাদের এই কাজ সাধারণ জনগণের মধ্যে তীব্র অস্বস্তি তৈরি করেছে বলে আদালত মন্তব্য করেন। আদালত আরো জানান, কিশোরদের অভিভাবকরা তাদের ওপর যথাযথ নজরদারি করেননি, তাই জরিমানার দায়ভার তাদেরকেও নিতে হবে। জরিমানার মধ্যে রয়েছে, প্রতিষ্ঠান দুটির অপারেশনাল ও সুনামজনিত ক্ষতির জন্য ২০ লাখ ইউয়ান, এক ক্যাটারিং কম্পানির টেবিলওয়্যার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বাবদ ১.৩ লাখ ইউয়ান এবং আইনি ব্যয় বাবদ ৭০ হাজার ইউয়ান। তবে আদালত জানান, হাইদিলাও যে অতিরিক্ত ক্ষতিপূরণ গ্রাহকদের দিয়েছে, তা তাদের নিজস্ব ব্যবসায়িক সিদ্ধান্ত। তাই ওই অতিরিক্ত খরচ কিশোরদের থেকে আদায়যোগ্য নয়। হাইদিলাও ১৯৯৪ সালে চীনের সিচুয়ান প্রদেশের জিয়ানইয়াং-এ প্রথম রেস্তোরাঁ চালু করে এবং বর্তমানে বিশ্বজুড়ে এক হাজারের বেশি শাখা পরিচালনা করছে। তাদের ব্যতিক্রমী গ্রাহকসেবার জন্য প্রতিষ্ঠানটি বেশ জনপ্রিয়। যেমন নারী গ্রাহকদের ম্যানিকিউর সেবা ও শিশুদের জন্য ক্যান্ডি ফ্লস (চকলেট) আয়োজন।
সূত্র : বিবিসি

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়