১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জ প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সরকারি কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রনজিত সরকার, কালিগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার মিলন কুমার ঘোষ, বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম বাবু, জামাতের অধ্যাপক মোশারফ হোসেন, ১৭ বিজিবি খানজিয়া কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ এলিস মাহমুদ, মারুফ হাসান, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, ফায়ার সার্ভিস ও আবুল বাশার, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, রামকৃষ্ণ রায়, বিকাশ চন্দ্র, ভবেশ চন্দ্র মন্ডল, গোবিন্দ মন্ডল, অসীম রায়, পঙ্কজ বিশ্বাস, বিশ্বজিৎ ভাইয়া প্রমুখ। সভায় উপজেলার ৪৯ টি পুজা মন্ডপের সভাপতি, সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সুধীজন উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়