সুকুমার দাশ বাচ্চু , কালিগঞ্জ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুরে চিংড়ি মাছে জেলি পুশের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৭ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত চিংড়ি মাছ পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২১ সেপ্টেম্বর বেলা ১২ টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর তালতলা বাজার এলাকায় মাছ ব্যবসায়ী নজরুল হোসেন তার বাড়িতে গোপনে বাগদা চিংড়িতে জেলি পুশ করছিল এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস, সহ কালিগঞ্জ থানা পুলিশ উপস্থিতিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কালিকাপুর গ্রামের মাছ ব্যবসায়ী নজরুল হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা আদায় ও জব্দকৃত বাগদা চিংড়ি পেট্রোল দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

