উৎপল মণ্ডল,শ্যামনগর
সুন্দরবনসংলগ্ন সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী এলাকায় বন বিভাগের এক কর্মীর বিরুদ্ধে এক শিশুকে বলাৎকার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ২২ সেপ্টেম্বর(সোমবার) দুপুরে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন সংলগ্ন এলাকায় চুনা নদীতে রাখা একটি লঞ্চে মধ্যে নির্জন স্থানে এ ঘটনা ঘটে। জানা যায়, স্থানীয় এক শিশুকে (বয়স প্রায় ১১) খাবারের লোভ দেখিয়ে অভিযুক্ত বন বিভাগের বুড়িগোয়ালিনী ষ্টেশনের মাহাবুবুর রহমান নামের এক বনকর্মী কর্মী তাকে ডেকে নেয়। পরে শিশুটিকে ওই লঞ্চের দোতালার একটি কেবিনের মধ্যে নির্জন স্থানে নিয়ে গিয়ে বলাৎকার করে। শিশুটির মা ওই শিশুর বরাত দিয়ে জানান, ছেলে দুপুরে বাসায় ফিরে জানায় সে অসুস্থতা বোধ করছে। পরে আমি তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারি। বিষয়টি আমি তাৎক্ষণিকভাবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানাই এবং বন বিভাগের বুড়িগোয়ালিনী অফিসে গিয়ে বিষয়টি জানাই। এসময় বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহযোগী রেঞ্জ কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম চিকিৎসার জন্য ৫ হাজার টাকা দিয়ে চিকিৎসা করতে বলেন। এরপর ছেলেকে তাৎক্ষণিক শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।এ ঘটনায় অভিযুক্ত বনকর্মী মাহাবুবুর রহমানের বক্তব্য নেওয়ার জন্য তার ব্যবহারিত মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা হলে তা বন্ধ পাওয়া যায়। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানায়, যারা বন রক্ষার দায়িত্বে নিয়োজিত, তাদের কাছ থেকে এমন ন্যাক্কারজনক কাজ অকল্পনীয়। দ্রুত দোষীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে শিশুর প্রতি যৌন নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনার সাহস না পায়।এবিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং শিশুটির চিকিৎসার জন্য তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা করা হয়েছে। এঘটনায় ওই বনকর্মীর অভিযুক্ত প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও প্রদান করেন তিনি।

