১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শার্শায় সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহসান উল্লাহ (৫২) নামে এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা মিনি স্টেডিয়ামের সামনে এ ঘটনা ঘটে। নিহত আহসান উল্লাহ মাটি পুকুর গ্রামের মৃত ইউসুফ মোল্লার ছেলে ও আফিল জুট মিলে কর্মরত ছিলেন। নাভারণ হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, ডিউটি শেষে বাইসাইকেলে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেল (যশোর-ল-১৩-৮৬৯১) ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আফ্রিদী (২৮) ও আরোহী মাহমুদুল হাসান (৩০) গুরুতর আহত হন। তাদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও বাইসাইকেল জব্দ করে থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়