১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের কর্ণা ভিলার একটি ফ্ল্যাট থেকে নিগার সুলতানা (৬০) নামের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দুর্গন্ধ ছড়ানোর খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে ফ্ল্যাটের তালা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। নিগার সুলতানা দীর্ঘদিন হামিদপুর নারাঙ্গালী প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেন এবং প্রায় তিন বছর আগে অবসর গ্রহণ করেন। অবিবাহিত এ নারী ছয় বোনের মধ্যে বড় ছিলেন এবং কর্ণা ভিলার দ্বিতীয় তলায় একাই বসবাস করতেন। স্থানীয়রা জানান, দুই-তিন দিন ধরে তার কোনো খোঁজ মেলেনি। বৃহস্পতিবার সকালে ভাড়াটিয়ারা ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল এবং তিনি নানা রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, ৩-৪ দিন আগে তিনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়