১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

হারিস রউফের জরিমানার বিরুদ্ধে আপিল করবে পিসিবি

প্রতিদিনের ডেস্ক
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে অঙ্গভঙ্গি দেখানোর অভিযোগে হারিস রউফের বিরুদ্ধে আইসিসি কর্তৃক দেওয়া জরিমানার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিসিসিআইয়ের অভিযোগের প্রেক্ষিতে শুনানির পর আইসিসি ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন রউফকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করেন। একজন সিনিয়র পিসিবি কর্মকর্তা পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে নিশ্চিত করেছেন যে রউফ দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও বোর্ড আপিল করবে। পিসিবি বলছে, রউফের কোনো কাজ কোড অব কনডাক্ট লঙ্ঘন নয়। বোর্ড ও দলীয় ম্যানেজমেন্ট এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, যদি আপিলের পরও জরিমানা বজায় থাকে, তবে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ব্যক্তিগতভাবে জরিমানার টাকা পরিশোধ করবেন। এর আগে পিসিবি ভারত অধিনায়ক সুর্যকুমার যাদবের বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্য করার অভিযোগ আনে। আইসিসি সেই মামলায় সূর্যকুমারকে দোষী সাব্যস্ত করে তাকেও ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করে। যদিও আইসিসি এই জরিমানার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এখনো। এ নিয়ে পিসিবি চেয়ারম্যান নাকভি আইসিসির এই দেরির সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘আপনারা ব্যালান্সিং অ্যাক্টের কারণ ব্যাখ্যা করতে আরো কত সময় নেবেন?’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়