১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

সাংবাদিক মনির বিরুদ্ধে মামলা প্রতিবাদে শার্শায় সাংবাদিক সমাজের মানববন্ধন

আনিছুর রহমান, বেনাপোল
সাংবাদিক মনিরুল ইসলাম এর নামে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দিয়ে আটক এর প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সাংবাদিক সমাজ এর আয়োজনে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় শার্শা উপজেলা পরিষদ এর সামনে ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধন কর্মসুচী অনুষ্ঠিত হয়। এ মানববন্ধন কর্মসুচতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। প্রধানবক্তা সাংবাদিক মনির অনতি বিলম্বে মুক্তির দাবি জানান এবং কুচক্রী ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির আহবান জানান। সেই সাথে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিমের অপসারন দাবি করেন। সাংবাদিক মনি প্রায় দুই যুগের উপরে সততা ও নিষ্ঠার সাথে সাংবাদিকতা করে আসছে। শার্শা থানার ওসির প্রত্যাহার দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ। এসময় প্রধান বক্ত আনোয়ারুল কবির নান্টু বলেন, দৈনিক ইনকিলাব পত্রিকা যাতে বেনাপোল শার্শায় প্রবেশ না করে তাও প্রয়োজনে বন্ধ করা হবে। কারন ওই পত্রিকার সাংবাদিক বেনাপোল প্রেসক্লাবের সভাপতি এবং একই ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি। সে কি ভাবে তার ক্লাবের সদস্যর বিরুদ্ধে এরকম মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করতে পারে তা আমার বোধগম্য নয়। প্রসঙ্গত, ইনকিলাব পত্রিকার প্রতিনিধি সাংবাদিক নেতা মহসিন মিলন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ, সাধারন সম্পাদক দেওয়ান মোরশেদ আলম, বেনাপোল প্রেসকাবের সহ-সভাপতি জামাল হোসেন, সাধারন সম্পাদক বকুল মাহবুব, সাংবাদিক আজিজুল হক, আনিছুর রহমান, সাজেদুর রহমান, নাসির উদ্দিন, জি এম আশরাফ, শহিদুজ্জামান শাহিন, সাধারন সম্পাদক আয়ুব হোসেন পক্ষী, শহিদুল ইসলাম, সেলিম আহম্মেদ, রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, বিল্লাল হোসেন, আব্দুল মান্নানসহ সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য একটি কুচক্রী মহল প্রতিহিংসা বশত গত ২৪ সেপ্টেম্বর এক স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগ তুলে মনির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আবার ওই মামলায় নির্যাতনের ঘটনা দেখিয়েছে গত ১১ সেপ্টেম্বর।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়