১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে নিখোঁজের ১২ ঘন্টা পর ঘের থেকে লাশ উদ্ধার

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের ঘোলা গ্রামের মো: মাফিজুর রহমান (২৩) ঘেরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঘেরের পানিতে মাফিজুরের হাত ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। সে একই গ্রামের মো: নুরুল ইসলাম এবং রাশিদা দম্পতির সন্তান। নিহতের চাচা ডাক্তার আজহারুল ইসলাম বলেন, ছোট থেকেই মাফিজুরের মৃগীরোগের সমস্যা ছিল। শনিবার সন্ধ্যায় পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজা খুঁজির এক পর্যায়ে রবিবার সকালে তাকে ঘেরের পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে সন্ধ্যায় ঘেরের রাস্তা দিয়ে মাফিজুর তার ভাইয়ের বাড়িতে যাওয়ার সময় অজ্ঞান হয়ে পানিতে পড়ে যায়। এতে তার মৃত্যু হতে পারে। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুর গাজী বলেন, এর আগেও কয়েকবার মাফিজুর পানিতে পড়ে গিয়েছিলো। শনিবারে সন্ধ্যায় তাকে মানুষজন ঘোরা ফেরা করতে দেখে। এরপরে তার আর খোঁজ পাওয়া যায়নি। রোববার সকালে শুনলাম তার লাশ ঘেরের পানিতে পাওয়া গেছে। শ্যামনগর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই গিয়াস উদ্দিন বলেন, গায়ে কিছু দাগ পাওয়া গেছে। প্রাথমিক ধারনা মতে শরীরের নরম জায়গায় মাছ বা জলজ প্রানী আঘাত করে থাকতে পারে আবার অন্য কিছুও হতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত বলা সম্ভব হবে। এখন একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়