প্রতিদিনের ডেস্ক
কন্যাকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। জুলাই মাসে কিয়ারা এবং সিদ্ধার্থ মালহোত্রার ঘর আলো করে আসে তাদের কন্যাসন্তান। সন্তানের জন্মের পরপরই ইন্টারনেটে কিয়ারার একটি পুরনো মন্তব্য ফের ভাইরাল হয়ে যায়, যেখানে তাকে বলতে শোনা যায়, তিনি তার মেয়ের মধ্যে কারিনা কাপুরের গুণাবলি দেখতে চান। সম্প্রতি এই প্রসঙ্গে ইনস্টাগ্রাম পোস্টে ক্ষুব্ধ হয়ে একটি প্রতিক্রিয়া জানিয়ে কিয়ারা বলেন, পুরনো সাক্ষাৎকারগুলোকে প্রসঙ্গের বাইরে তুলে ধরা বন্ধ করুন।
১৫ই জুলাই কিয়ারা ও সিদ্ধার্থ তাদের কন্যাসন্তানকে স্বাগত জানান। ঠিক পরদিনই ‘বলি মশালা’ নামের একটি সোশ্যাল মিডিয়া পেজে কিয়ারা এবং কারিনার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখে, কিয়ারা চেয়েছিলেন, তার মেয়ের মধ্যে কারিনার গুণাবলি থাকুক। সদ্যই তিনি ও সিদ্ধার্থ একটি কন্যাসন্তানকে স্বাগত জানিয়েছেন।
এর জবাবে কিয়ারা মন্তব্য করেন, এই কথাটা আমরা ‘গুড নিউজ’ ছবির প্রচারের সময় বলেছিলাম। অনুরোধ করে তিনি বলেন, দয়া করে পুরনো সাক্ষাৎকার প্রসঙ্গের বাইরে তুলে ধরা বন্ধ করুন। কিয়ারার এই মন্তব্যে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ তার সরাসরি জবাব দেয়ার সাহসের প্রশংসা করেন, আবার কেউ কেউ মন্তব্যটিকে অপ্রয়োজনীয় ভাবে কঠিন বলে মনে করেন।