১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মণিরামপুরে মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা : মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
মণিরামপুরে এক মৎস্য ঘেরে মাছে খাবার হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করার অপরাধে এক ঘের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার হরিদাসকাঠি ইউনিয়নের ভুলবাড়িয়া বিলে রাজু আহম্মেদ -এর মৎস্য ঘেরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না এ অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত ঘের মালিক রাজু আদালতে জরিমানা ৫০ হাজার টাকা নগদ পরিশোধ করেছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সার্টিফিকেট সহকারী ওসনান গণি।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না এ প্রতিবেদককে বলেন, মৎস্য ঘেরে মুরগির বিষ্ঠা ব্যবহার করা একটি দণ্ডনীয় অপরাধ। যে কারনে আইন অনুযায়ী ঘের মালিককে জরিমানা এবং অনাদায়ে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। তিনি এ সময় আরও বলেন, মণিরামপুরের সকল ঘের মালিককে মুরগির বিষ্ঠা’ সহ ক্ষতিকারক খাদ্য দ্রব্য ব্যবহারে নিষেধ করা হয়েছে। যদি কোন ঘের মালিকের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়