১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

‘থুনবার্গ উৎপাত সৃষ্টিকারী তার চিকিৎসা দরকার’

প্রতিদিনের ডেস্ক
গাজায় মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে অংশ নিয়ে আটক ও বহিষ্কৃত হওয়ার পর সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গকে নিয়ে কটাক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়ার পর থানবার্গকে গ্রিসে পাঠানো হয়। সেখানে পৌঁছে তাকে স্বাগত জানায় সমর্থকরা। এদিকে ট্রাম্প বলেন, থানবার্গের ‘ডাক্তার দেখানো উচিত।’ থুনবার্গের আটক ও বহিষ্কার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘তিনি একজন উৎপাত সৃষ্টিকারী এবং এখন আর পরিবেশ নিয়ে কাজ করছেন না। তিনি এসব করে বেড়াচ্ছেন। তাকে চিকিৎসক দেখানো উচিত, কারণ তার রাগ নিয়ন্ত্রণের সমস্যা রয়েছে।’ তিনি আরো বলেন, ‘তিনি এতো রাগী, এত পাগল।’ এদিকে গ্রেটা থুনবার্গ ইসরায়েলের এই আচরণের নিন্দা জানিয়ে বলেন, আটক অবস্থায় তাদের সঙ্গে ভালো আচরণ করা হয়নি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ছিল গাজাগামী একাধিক নৌযানের বহর। যার লক্ষ্য ছিল গাজায় মানবিক সহায়তা ও নির্মাণসামগ্রী পৌঁছে দেওয়া এবং ইসরায়েলের দীর্ঘদিনের নৌ অবরোধের বিরুদ্ধে প্রতীকী চ্যালেঞ্জ জানানো। ইসরায়েল দাবি করে, দলটি ‘বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করেছিল।’ তবে ফ্লোটিলা আয়োজকদের মতে, তাদের উদ্যোগ আন্তর্জাতিক আইনসম্মত ও সম্পূর্ণ মানবিক উদ্দেশ্যে পরিচালিত। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কাছে থুনবার্গ জানান, তাকে এমন এক সেলে রাখা হয়েছিল যেখানে বিছানার পোকায় ভরা ছিল এবং খাবার ও পানির যথেষ্ট সরবরাহ ছিল না। আরেকজন আটক কর্মী দাবি করেন, থুনবার্গকে জোর করে ইসরায়েলি পতাকা হাতে নিয়ে ছবি তুলতে বাধ্য করা হয়। অন্যান্য আটক কর্মীরাও একই অভিযোগ করেছেন। সূত্র : স্কাই নিউজ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়