আব্দুল আলিম, সাতক্ষীরা
ভারতে আটক নারী-শিশুসহ আরও ১৬ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। শনিবার (১১ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ৯ টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় পুলিশে সোপার্দ করে বিজিবি। হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের মৃত কলিমুদ্দিন ঢালির ছেলে মোশারফ ঢালী (৫৭), একই গ্রামের নুর মোহাম্মদ গাজীর ছেলে ইউনুস আলী (৪২), ইউনুস আলীর স্ত্রী মুসলিমা খাতুন (২৯), তাদের মেয়ে সিনহা খাতুন (১১) ও ছেলে মোরসালিম (৭), পাশ্বমারী গ্রামের আবুল হোসেন মোড়লের স্ত্রী ঝর্ণা পারভীন (৩৭), তাদের ছেলে আশিকুজ্জামান (১৮), কাশিমাড়ী গ্রামের জিয়াদ আলী গাইনের ছেলে রিফাত হোসেন (২৬), খুটিকাটা গ্রামের ইউনুস আলী মোড়লের ছেলে শাহিনুজ্জামান (২৮), চন্ডিপুর গ্রামের হানজালার স্ত্রী শারমিন সুলতানা (১৮), তাদের মেয়ে সুমাইয়া আক্তার (৩), নুর আলম হোসেনের স্ত্রী ফাতিমা খাতুন (২২) তাদের ছেলে ফায়জান নাবিল(৩), আল মামুনের স্ত্রী রুবিনা খাতুন(২৯) ও একই গ্রামের আব্দুর রহিম সরদারের ছেলে আলা আমিন (২৬) এবং খুলনা জেলার কয়রা থানার বেদকাশী গ্রামের শামসুর রহমানের ছেলে জিল্লুর রহমান (২৩)। বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর চেক পোষ্ট অতিক্রম করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হাকিমপুর ক্যাম্পের একটি টহল দলের সদস্যরা তাদেরকে আটক করে। পরবর্তীতে শনিবার (১১ অক্টোবর ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতীয় বিএসএস আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং সাতক্ষীরাস্থ বিজিবি তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কাশেম এর মধ্যস্থতায় তলুইগাছা সীমান্তে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপার্দ করা হয়। এ ঘটনায় নায়েব সুবেদার মোঃ আবুল কাশেম (৫৬) বাদী হয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) সুশান্ত ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, হস্তান্তরকৃৃত বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে শনিবার রাতে ও রোববার সকালে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।